সেচ দুর্নীতিতে সরব দিলীপ, আড়ালে শুভেন্দু-রাজীবকেই বেঁধার চেষ্টা?

রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে এভাবে সেচমন্ত্রী পদের শুভেন্দু অধিকারীর বিপুল দুর্নীতির প্রসঙ্গ প্রকাশ্যে এনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্বে স্থানে পৌঁছানোর জন্য দিলীপ ঘোষের এই প্রয়াস।

May 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারের দীর্ঘ প্রায় আট বছর রাজ্যের সেচমন্ত্রীর পদে ছিলেন অধুনা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বাকি প্রায় বছর দুয়েক মন্ত্রী পদে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবারে যশ ঘূর্ণিঝড়ে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের বিপুল পরিমাণ নদী বাঁধ কার্যত ধুলিস্যাৎ হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন গত ১০ বছরে সেচ দপ্তরে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করা হবে।

কিন্তু আশ্চর্যজনক ভাবে আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সরাসরি অভিযোগ তুললেন গত ১০ বছরে রাজ্য সেচ দপ্তরে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে।

স্বাভাবিকভাবেই এবারের বিধানসভা নির্বাচনের পর থেকে দলের শোচনীয় পরাজয়ের জন্য দিলীপ ঘোষকে দায়ী করার পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে ছাঁটাই করে সেই পদে শুভেন্দু অধিকারী কে বসানোর জন্য।

রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে এভাবে সেচমন্ত্রী পদের শুভেন্দু অধিকারীর বিপুল দুর্নীতির প্রসঙ্গ প্রকাশ্যে এনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্বে স্থানে পৌঁছানোর জন্য দিলীপ ঘোষের এই প্রয়াস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen