করোনা আক্রান্ত দিলীপ ঘোষ

মাস খানেক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘করোনা চলে গিয়েছে। তা সত্বেও দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শুধু-শুধু লকডাউন করে ঢং করছেন।

October 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ভরতি করা হয়েছে সল্টলেকের একটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর তাঁর, তাঁর শরীরে জ্বর রয়েছে ১০২-এর মতো। তবে, অক্সিজেনের পরিমান স্বাভাবিক রয়েছে।

মাস খানেক আগেই  দিলীপ ঘোষ  বলেছিলেন, ‘করোনা চলে গিয়েছে। তা সত্বেও দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) শুধু-শুধু লকডাউন করে ঢং করছেন। আসলে বিজেপি যাতে এ রাজ্যে মিটিং-মিছিল না করতে পারে, সেই কারণেই লকডাউন করা হচ্ছে। কিন্তু আমরা মিছিল করবই। যেখানে বেরোব, সেখানেই মিছিল হবে। যেখানে দাঁড়াব, সেখানেই মিটিং হয়ে যাবে। কারও আটকানোর ক্ষমতা নেই। আমাদের মিটিংয়ের ভিড় দেখে দিদির ভাইদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই শরীর খারাপ করোনার নয়, বিজেপির।’ দিলীপের সেই মন্তব্যের নিন্দা হয়েছিল সর্বস্তরে। একজন দায়িত্বশীল রাজনীতিকের এমন কথায় ভুল বার্তা যেতে পারে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, করোনার এই মহামারীর মধ্যেই একের পর এক রাজনৈতিক কর্মসূচি করে চলেছে বিজেপি। তাতে বিধিনিষেধ উপেক্ষা করেই লোক সমাগম হচ্ছে। অনেক অনুষ্ঠানেই উপস্থিত থাকছিলেন দিলীপ ঘোষ নিজে। ফলে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় বিজেপি শিবির।

এর আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দিনকয়েক আগে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের মধ্যেই কয়েকজন আক্রান্ত হচ্ছিলেন মারণ ভাইরাসে। কিন্তু বরাবরই বিষয়গুলিকে তেমন আমোল দেননি বিজেপির রাজ্য সভাপতি। শেষমেশ তিনিও আক্রান্ত হলেন মারণ ভাইরাসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen