কাশ্মীর সফরের আগে গেরুয়া আকাশের ছবি টুইট করে ট্রোলড দিলীপ ঘোষ

জানা গিয়েছে, কাজ থেকে ৫ দিনের ছুটি নিয়েছেন দিলীপ ঘোষ

July 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৪ ঘণ্টাই সংগঠনের কাজে ব্যস্ত থাকেন। সময় বের করে অবশেষে কাশ্মীর সফরে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সফর শুরুর আগে গেরুয়া আকাশের ছবি পোস্ট করে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।

জানা গিয়েছে, কাজ থেকে ৫ দিনের ছুটি নিয়েছেন দিলীপ ঘোষ। বেরিয়ে পড়েছেন কাশ্মীরের (Kashmir) উদ্দেশে। বুধবার তিনি রয়েছেন লে-তে। রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, ১৯ তারিখ কাশ্মীর সফর সেরে ফিরবেন তিনি। দিল্লিতে পৌঁছে যোগ দেবেন অধিবেশনে। মঙ্গলবার সফর শুরুর আগে টুইটারে সূর্যাস্তের একটি ছবি পোস্ট করেছিলেন দিলীপ। যা নিয়ে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। কেউ লিখেছেন, “আকাশের সূর্যের মতন উনি নিজেও অস্ত যাচ্ছেন।” কেউ আবার দিলীপ ঘোষকে ‘জেঠু’ বলে কটাক্ষ করেছেন।

উল্লেখ্য, সারাবছরই দলের কাজে ব্যস্ত থাকেন দিলীপ ঘোষ। মিটিং-মিছিল লেগেই থাকে। এসবের মাঝে নিজের জন্য আলাদা করে সময় বের করা হয়েই ওঠে না। ভোট পর্ব মেটার পরও করোনা পরিস্থিতিতে ভ্রমণ সম্ভব ছিল না। অবশেষে ভূস্বর্গের পথে দিলীপ। জানা গিয়েছে, দলের কয়েকজন কার্যকর্তা তাঁর সঙ্গে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen