নিজেকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরলেন দিলীপ? বঙ্গ বিজেপি বিভক্ত

রাজনৈতিক মহলের একাংশের কথায়, কাকে মুখ করে নির্বাচনে লড়তে চলেছে BJP এদিনের সভাতেই তা অনেকটাই স্পষ্ট হবে।

February 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘোষণা হয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। মোটের উপর সমর নীতি তৈরি প্রায় শেষের পথে। কিন্তু বিধানসভা নির্বাচনে কাকে মুখ করে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে BJP, সেই নিয়ে জল্পনা এখনও কাটেনি। এরই মধ্যে নজর কেড়েছে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) একটি পোস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের প্রচারের জন্য তৈরি পোস্টারজুড়ে নমোর সঙ্গে রয়েছেন দিলীপ। ছবিতে লেখা ‘সোনার বাংলা’। ব্যাকগ্রাউন্ডে বাংলার ম্যাপ। পোস্টারে রয়েছে পদ্মফুলের ছবিও। এরপরেই জল্পনা শুরু, তবে কি বঙ্গ ভোটে BJP-র মুখ্য সৈনিক দিলীপ ঘোষই।

প্রসঙ্গত, ৭ তারিখের ব্রিগেড সমাবেশের আয়োজনে কোনও খামতি রাখতে নারাজ BJP। রাজনৈতিক মহলের একাংশের কথায়, কাকে মুখ করে নির্বাচনে লড়তে চলেছে BJP এদিনের সভাতেই তা অনেকটাই স্পষ্ট হবে। ব্রিগেড সভার আগেই দিলীপ ঘোষের এই ছবি সামনে আসায় রীতিমতো তোলপাড়া রাজ্য রাজনৈতিক মহল। তাৎপর্যপূর্ণভাবে এই পোস্টার নিজেই টুইট করে শেয়ার করেছেন BJP-র রাজ্য সভাপতি।

যদিও দিলীপবাবুর এহেন পোস্টে রুষ্ট রাজ্য BJP-র একাধিক নেতা। তাদের কথায়, শুধুমাত্র আত্মপ্রচারের স্বার্থে এই পোস্টারটি তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদি বনাম নব্য দ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদারও প্রচুর। তাই, আগে বাড়িয়ে দিলীপের এই পোস্ট ভালো চোখে নিচ্ছেন না কেউই। রাজনৈতিক মহলের মতে, অনেকটা সেলফ-গোল করলেন বিজেপির রাজ্য সভাপতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen