প্রয়াত চিত্রপরিচালক গৌতম হালদার

বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার।

November 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার।

২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। উল্লেখ্য, এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজ়ার।

পরবর্তী জীবনে নাট্য জগতের সঙ্গেও যুক্ত ছিলেন গৌতম। একাধিক নাটকের নির্দেশক ছিলেন তিনি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা করেন তিনি।

১৯৯৯ সালে, সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খানের ওপর তাঁর নির্মিত তথ্যচিত্র ‘স্ট্রিংস অফ ফ্রিডম’ ভারতীয় ফিল্ম প্যানোরামায় নির্বাচিত হয়। তথচিত্রটি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পায় এবং আঙ্কারা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen