আর্থিক জালিয়াতি মামলায় গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: গ্রেপ্তার হলেন পরিচালক বিক্রম ভাট। তাঁর বিরুদ্ধে ৩০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। যদিও তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নন তিনি। রাজস্থান এবং মুম্বই পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন তিনি। মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মুম্বইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুরদিয়ার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার পরিকল্পনা করেন। বিগত বছরের ২৫ এপ্রিল মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে পরিচালক বিক্রম ভাট সহ তাঁর গোটা টিমের সঙ্গে বৈঠক হয় চিকিৎসকের। পরিচালকের স্ত্রী শ্বেতাম্বরী ভাটও সেদিনের বৈঠকে হাজির ছিলেন। চিকিৎসকের দাবি, ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছিলেন পরিচালক। কিন্তু আদতে এক পয়সাও ফেরত পাননি চিকিৎসক।
রাজস্থানের উদয়পুর থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক অজয় মুরদিয়ার। সস্ত্রীক পরিচালক-সহ ৬ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ দায়ের হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন পরিচালক। এবার মুম্বই ও রাজস্থান পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হলেন বিক্রম ভাট। গ্রেপ্তারির পর বান্দ্রা আদালতে তোলা হয় তাঁকে। বিক্রমকে ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়া হতে পারে।