গুকেশ, প্রজ্ঞানন্দদের পর এবার দিব্যা, ভারতীয় দাবার স্বর্ণযুগ আগত?
FIDE Womens World Chess Cup-র ফাইনালে পৌঁছলেন দিব্যা। চীনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝোংই তানকে হারালেন তিনি। ম্যাচের ফলাফল ছিল ১.৫–০.৫

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: ভারতীয় দাবার ইতিহাসে নয়া ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। FIDE Womens World Chess Cup-র ফাইনালে পৌঁছলেন দিব্যা। চীনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝোংই তানকে হারালেন তিনি। ম্যাচের ফলাফল ছিল ১.৫–০.৫। মেয়েদের দাবায় এই প্রথম এহেন সাফল্য এল ভারতের ঝুলিতে।
আগামী ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও নিজের স্থান নিশ্চিত করলেন দিব্যা। এই ক্যান্ডিডেটস থেকে বিশ্বচ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী নির্ধারিত হবে। ১০১ চালের ম্যাচে শেষে হাসি হাসলেন দিব্যাই। নাগপুরের দিব্যার বয়স মাত্র আঠারো বছর। তাঁর পেশাদার খেতাব ‘আন্তর্জাতিক মাস্টার’। বিশ্বজয় করতে পারলেই দিব্যার নাম ইতিহাসে অমর হয়ে যাবে।
এতদিন ডি. গুকেশ, আর. প্রজ্ঞানন্দরা বিশ্ব মানচিত্রে ভারতীয় দাবার প্রতিনিধিত্ব করছিল। পাশ্চাত্যের একাধিপত্যের মিথকে ভেঙে দিচ্ছেন ভারতের গ্র্যান্ড মাস্টাররা। বিশ্বের এক নম্বর তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে সম্প্রতি দু’বার হারালেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। হাতে হাত মিলিয়ে গুকেশ, প্রজ্ঞানন্দদের সঙ্গে ভারতের দাবার নবজাগরণে সামিল হলেন দিব্যা।