ধর্ম নিয়ে রাজনীতি করলে ভোট নয়: দেব
শনিবার গোঘাটের বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভায় মানুষজনের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

আপনারা যাঁকে ইচ্ছা ভোট দিন। কিন্তু, যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাঁদের ভোট দিয়ে হাত শক্ত করবেন না। শনিবার গোঘাটে তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে সভা থেকে এমনই আবেদন করলেন অভিনেতা তথা সাংসদ দেব। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে আমাদের রাজ্য আরও ২০০ বছর পিছিয়ে যাবে। কারণ, ইংরেজরা ধর্মের রাজনীতি করেই ২০০ বছরের বেশি রাজত্ব করেছিল। তখন কিন্তু কোনও উন্নয়ন হবে না, বিকাশও হবে না।
শনিবার গোঘাটের বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভায় মানুষজনের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। কার্যত দেবের সভাকে ঘিরে জনজোয়ারের সৃষ্টি হয়। ঢাক, ঢোল বাজিয়ে করতালি দিয়ে সাংসদকে স্বাগত জানান কর্মী সমর্থকরা। সভাস্থলে জায়গা না থাকায় অনেকে গাছের ডালে বসে অভিনেতার বক্তব্য শোনেন।
উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে দেব বলেন, আপনারা কেউ মিথ্যা প্রচারে, অপপ্রচারে পড়বেন না। ৬ এপ্রিল আপনারা যাঁকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু, একটা কথা মাথায় রাখবেন, যে দলের নেতা-কর্মী ও প্রার্থীরা আপনাদের পাশে ১২ মাস ২৪ ঘণ্টা থাকবেন, তাঁকেই ভোট দেবেন। আর আমার চোখে এমন একজনই আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সব সময় তিনি মানুষের পাশে থাকেন। তিনি কোনওদিন হিন্দু-মুসলিমকে আলাদা করেননি। তিনি কোনওদিন আদিবাসী ভাইদের আলাদা করেননি। সবাইকে এক চোখে দেখেছেন। সকলের উন্নয়নের জন্য রাতে না ঘুমিয়ে ভেবেছেন।
তিনি আরও বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর সাত বছর কেটে গিয়েছে। এই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। তারা আবার বলছে, সোনার বাংলা গড়বে। আগে আপনারা দেশটাকে ঠিক করুন। দেশটাকে বাঁচান। দেশের সমস্ত জিনিস বিক্রি হয়ে যাচ্ছে। ওরা যদি বাংলায় আসে বাংলাকেও বিক্রি করতেও ওদের বেশি সময় লাগবে না।
দেব বলেন, আমি রাজনীতির লোক নই। আমি আপনাদের রাজনীতি শেখাতে আসিনি। তবে আমার যেটা মনে হয়েছে, সেই ব্যাপারে আমি আপনাদের সতর্ক করে দিতে এসেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের ভোট দেবেন না।