কলকাতার কাছেপিঠে থাকা সমুদ্র সৈকতগুলো চেনেন?

কেবল দীঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমণি নয়! কলকাতার আশেপাশে রয়েছে অনেকগুলো সমুদ্র সৈকত।

June 8, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেবল দীঘা, তাজপুর, শংকরপুর, মন্দারমণি নয়! কলকাতার আশেপাশে রয়েছে অনেকগুলো সমুদ্র সৈকত। ছুটি পেলেই নিরিবিলি সমুদ্র সৈকতে গিয়ে অবসর যাপন করতে পারেন।

বগুড়ান জলপাই

পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে সড়কপথে বগুড়ান জলপাইয়ে পৌঁছে যাওয়া যায়। নির্জন এই সমুদ্র সৈকতে বেড়ানোর আনন্দই আলাদা।

যমুনাশোল

কলকাতা থেকে ২৩৩ কিলোমিটার দূরে রয়েছে যমুনাশোল সমুদ্র সৈকত।

লালগঞ্জ

কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরের তীরে লালগঞ্জ। নামখানা থেকে টোটো বা অটোতে করে লালগঞ্জে চলে যাওয়া যায়।

ধুবলাগড়ি

কলকাতা থেকে ই সমুদ্র সৈকতের দূরত্ব ২৪৫ কিলোমিটার। ট্রেনে বালাসোর, সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন ধুবলাগড়িতে।

দাগাড়া

কলকাতা থেকে ট্রেনে জলেশ্বর, সেখান থেকে অটো বা ছোট গাড়িতে দাগাড়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen