পিছিয়ে থেকেও দাপট! প্রথমবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভারতের মেয়েরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৭: ভারতের মহিলা ফুটবলে নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ফুটবল ব্রিগেড। শুক্রবার রাতে এক নাটকীয় লড়াইয়ে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দল ২-১ গোলে হারালউজবেকিস্তান অনূর্ধ্ব ১৭ মহিলা দলকে এবং প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করল AFC U17 Women’s Asian Cup-এ। এই জয় ভারতের মেয়েদের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করল।
ম্যাচের শুরুটা কিন্তু ভারতের পক্ষে ছিল না। মাত্র ৩৮ মিনিটেই উজবেকিস্তানের হয়ে শাহজোদা আলিখোনোভা অসাধারণ এক ভলিতে গোল করে ভারতকে চাপে ফেলে দেয়। গ্রুপ জি-তে শীর্ষে থাকতে ভারতের অন্তত একটি ড্র প্রয়োজন ছিল, কিন্তু তখন পরিস্থিতি তাদের বিপক্ষে। প্রথমার্ধে গোলের জন্য লড়াই করেও ভাগ্য সহায় হয়নি ‘ইয়াং টাইগ্রেস’-দের।
তবে ভারতীয় কোচ Joakim Alexandersson সাহসী সিদ্ধান্ত নেন। ৪০ মিনিটে বনিফিলিয়া শুল্লাইয়ের বদলে মাঠে নামানো হয় থান্দামনি বাসকেকে। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বদলে দিল ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে শুরুতে খানিকটা ছন্নছাড়া লাগলেও ৫৫ মিনিটে থান্দামনি গোল করে সমতা ফেরান। প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে নিখুঁত ফিনিশিংয়ে গোলমুখ খোলেন তিনি।
এরপর ৬৬ মিনিটে আবারও থান্দামনির জাদু। এইবার গোলদাতা না হলেও অ্যাসিস্ট করেন অনুষ্কা কুমারিকে, যিনি দারুণ ভলিতে বল জালে জড়িয়ে দেন। ২-১ এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে ভারতীয় দল। শেষ পর্যন্ত আর গোল হজম না করে ঐতিহাসিক জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের মাধ্যমে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জি-তে শীর্ষে থেকে ভারত নিশ্চিত করল আগামী বছরের চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে খেলার টিকিট। ২০০৫ সালের পর এই প্রথম এই স্তরে ভারতীয় মেয়েরা খেলবে এই মর্যাদাপূর্ণ মহাদেশীয় আসরে।
শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় ফুটবলাররা। থান্দামনির অনবদ্য পারফরম্যান্সে নায়িকা হয়ে ওঠেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ভারতীয় মহিলা ফুটবলে তৈরি হল নতুন স্বপ্নের দরজা—যেখানে অনূর্ধ্ব-১৭ দল আগামী দিনে আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায়।