ভাইরাল ‘বিছানা গাড়ি’ বাজেয়াপ্ত করল ডোমকল থানার পুলিশ

মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী, ওই গাড়ি রাস্তায় চালানো যায় না। তাই ‘বিছানা গাড়ি’ বাজেয়াপ্ত করল ডোমকল থানার পুলিশ।

April 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নবাবের জেলা মুর্শিদাবাদে বিছানায় ইঞ্জিন লাগিয়ে তা রাস্তায় চালিয়ে ভাইরাল হন নবাব শেখ। তিনি মুর্শিদাবাদেরই বাসিন্দা। মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী, ওই গাড়ি রাস্তায় চালানো যায় না। তাই ‘বিছানা গাড়ি’ বাজেয়াপ্ত করল ডোমকল থানার পুলিশ।

৫ এপ্রিল পুলিশ ‘বিছানা গাড়ি’ বাজেয়াপ্ত করেছে। ইঞ্জিন লাগানো গাড়ি পড়ে রয়েছে ডোমকল থানা চত্বরে। পুলিশের বক্তব্য, “মোটর ভেহিক্যাল আইন মেনে ওই বিছানা গাড়ি তৈরি হয়নি। তাই বিছানা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।” দেড় বছর ধরে পরিশ্রম করে এই বিছানা গাড়ি বানানো হয়েছিল। এমনকী ২ লক্ষ টাকা খরচ হয়েছিল। ডোমকলের ওই যুবক নিজেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেই এমন কাজ করেন। এখন তাঁর ফেসবুক প্রোফাইল আপাতত বন্ধ।

নবাব শেখ ইদের দিন ওই ইঞ্জিন যুক্ত চলন্ত খাট রাস্তায় বের করেন। এক লহমায় তা নেট দুনিয়ায় হিট হয়ে যায়। নবাব শেখ সংবাদ মাধ্যমকে জানান, তাঁর ফেসবুক আপাতত বন্ধ আছে। বিছানা গাড়ি নিয়ে গিয়েছে পুলিশ। এখন আফসোস করা ছাড়া উপায় নেই। ভাইরাল হওয়ার নেশায় পড়ে জমানো পুঁজি সব শেষ হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen