মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সঠিক ব্যক্তি নন: মিশেল ওবামা

এবার উইনকোনসিনে ডেমোক্র্যাটদের এই চারদিনের বৈঠক বসার কথা ছিল। কিন্তু করোনা আবহে ভার্চুয়ালি সেই বৈঠক হচ্ছে।

August 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নভেম্বরের প্রথম সপ্তাহে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এখনও হাতে মাস দুয়েক রয়েছে। এরমধ্যেই মার্কিন মুলুকে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প একেবারেই সঠিক ব্যক্তি নন।’ সোমবার থেকে ডেমোক্র্যাট পার্টির চারদিনের কনভেনশন শুরু হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘরণী বলেন, ‘সোজাসাপ্টাভাবে বলতে চাই, আমাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প একবারেই সঠিক ব্যক্তি নন। নিজেকে প্রমাণ করার জন্য তিনি অনেকটা সময় পেয়েছেন। কিন্তু, ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সময়ের চাহিদা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারেননি। ওঁনাকে আমাদের কোনও দরকার নেই। এটাই সত্যি।’

এবার উইনকোনসিনে ডেমোক্র্যাটদের এই চারদিনের বৈঠক বসার কথা ছিল। কিন্তু করোনা আবহে ভার্চুয়ালি সেই বৈঠক হচ্ছে। এখান থেকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের ডেপুটি হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ডেমোক্র্যাটদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মিশেল ওবামা বলেন, প্রেসিডেন্ট শব্দটির মধ্যে বিপুল ক্ষমতা নিহিত আছে। তিনি চাইলে যুদ্ধ বাধিয়ে দিতে পারেন আবার শান্তি স্থাপন করতে পারেন। তিনি আমাদের মধ্যে থাকা শুভ ও অশুভ বোধকে জাগিয়ে তুলতে পারেন। তাই এই পদের জন্য একজন ঠান্ডা মাথার লোক প্রয়োজন। যিনি জটিল ও প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen