ফ্লপ হল বিজেপির ‘অনুদান কর্মসূচি’, ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ক্যাডারদের একত্রিত করা।

February 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতীকী ছবি। সৌজন্যে: পিটিআই

অনুদানের ধীর গতিতে অসন্তুষ্ট বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। জেপি নাড্ডা মঙ্গলবার সিনিয়র নেতাদের সাথে বৈঠকে তাঁর অসন্তোষ প্রকাশ করেন। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি মাইক্রোডোনেশন (ক্ষুদ্র আকারে অনুদান) প্রচার শুরু করেছিলেন। তবে সেই কর্মসূচি ধীর গতিতে এগোচ্ছে। জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী ১১ ফেব্রুয়ারিতে এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও এতে সাড়া মেলেনি সেই অর্থে। আর তাই এই নিয়ে নড্ডার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নেতাদের।

এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ক্যাডারদের একত্রিত করা। ন্যূনতম ৫ টাকা অনুদান সংগ্রহ করার মাধ্যমে এই কর্মসূচি পালন করার কথা ছিল। ৫, ১০০, ১০০০; কম পরিমাণ অনুদান সংগ্রহ করাই এই কর্মসূচির লক্ষ্য ছিল। বিজেপির ১৮০ মিলিয়ন কর্মী রয়েছে। তবে এত কর্মী নিয়েও বিজেপি নাকি এক কোটি টাকাও সংগ্রহ করতে পারেনি এই কর্মসূচির মাধ্যমে।

গত মঙ্গলবার এক বৈঠকে নাড্ডা তাঁর দলের পদাধিকারীদের বলেন যে তিনি আশা করছিলেন যে সিনিয়র নেতারা কর্মীদের শুধু অনুদান দিতেই অনুপ্রাণিত করবেন না বরং এই সুযোগে নতুন সদস্য নিয়োগের চেষ্টাও করবেন। দলের জাতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা এই প্রসঙ্গে বলেন, ‘নড্ডাজি এমন ব্যক্তি নন যে যেকোনও বিষয়ে বিরক্ত হবেন। কিন্তু এই ক্ষেত্রে দলের কর্মীদের তরফে ঘাটতি থেকে গিয়েছে। আমাদের অবশ্যই এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং যারা সক্রিয় নন, তাদের অবশ্যই আরও সক্রিয় হতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen