কেন করোনার ওষুধ, চিকিৎসার সরঞ্জামে জিএসটি? জনবিরোধী সরকারকে তোপ অমিতের

এই নীতিকেই দুষে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।

June 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জীবনদায়ী ওষুধ ও করোনার ভ্যাকসিনের উপর ৫ শতাংশ জিএসটি বহাল রেখেছে কেন্দ্র। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দেন, শুধুমাত্র ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধের উপর জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে। আর এই নীতিকেই দুষে, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।



আজ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ট্যুইট করে বলেন যে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী এবং তারা ভ্যাকসিন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন, পিপিই, অক্সিমিটার, করোনার টেস্ট কিট, করোনার ওষুধ, এমনকি আরটি-পিসিআর মেশিনের ওপর জিএসটি লাগু রাখছে। এই অভূতপূর্ব বিষয় নিয়ে তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। এতে কোঅপারেটিভ ফেডারেলিজম’-কে আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে, বলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen