‘গান সমগ্র’ নিয়ে বইমলার আড্ডায় রূপম ইসলাম

তাহলে কি গায়কের পাশাপাশি রূপম লেখক হিসেবেও মেলে ধরতে চাইছেন নিজেকে? তিনি গীতিকার না কবি? রূপম একক আবার কবে মঞ্চস্থ হবে? এরকম নানা প্রশ্নের উত্তর মিলল দৃষ্টিভঙ্গির আড্ডায়।

March 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রূপম ইসলাম। বাংলা সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা রক মিউজিকের প্রাণপুরুষ বললেও কম হয় না। তাঁর লেখা দুটি বই এবার প্রকাশিত হল কলকাতা বইমেলায়। প্রথমটি সিগনেট প্রেস থেকে ‘গান সমগ্র ১’। দ্বিতীয়টি দীপ প্রকাশন থেকে ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’। একটি বই তাঁর লেখা গানের সম্ভার। দ্বিতীয়টি থ্রিলারধর্মী উপন্যাসের সংকলন।

তাহলে কি গায়কের পাশাপাশি রূপম লেখক হিসেবেও মেলে ধরতে চাইছেন নিজেকে? তিনি গীতিকার না কবি? রূপম একক আবার কবে মঞ্চস্থ হবে? এরকম নানা প্রশ্নের উত্তর মিলল দৃষ্টিভঙ্গির আড্ডায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen