DSCI-র তরফে ‘সাইবার কপ অব দ্য ইয়ার’র তালিকায় ঠাঁই পেলেন লালবাজারের সোমা মাইতি

December 7, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করার পুরস্কার পেলেন লালবাজারের এক মহিলা অফিসার। দেশের ‘সাইবার কপ অব দ্য ইয়ার’য়ের তালিকায় ঢুকে পড়লেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার ইনসপেক্টর সোমা মাইতি। শহরে ঘটে যাওয়া কোটি টাকার সাইবার ফ্রডের তদন্তে নেমে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পান্ডা সহ ১১ জনকে গ্রেপ্তার করেছিলেন সোমা ও তাঁর তদন্তকারী দল। ডেটা সিকিওরিটি কাউন্সিল অব ইন্ডিয়া বা ডিএসসিআই, তাঁকে বিশেষ সম্মান প্রদান করেছে। ডিএসসিআই সূত্রে খবর, ইন্ডিয়া সাইবার কপ অব দ্য ইয়ারদের একটি ‘ফাইনাল’ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে সরাসরি যোগদান করতে পারবেন সোমা মাইতি।

গত বছর বিরাট অঙ্কের একটি আর্থিক প্রতারণার অভিযোগ পায় লালবাজারের সাইবার থানা। এক কোটি টাকারও বেশি উধাও হওয়ার অভিযোগ ছিল। ডেপুটি কমিশনারের (সাইবার) নির্দেশে SIT তৈরি হয়। তার নেতৃত্বে ছিলেন সাইবার বিভাগের ইনসপেক্টর সোমা মাইতি। আরও তিন ইনসপেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন। তদন্তে জানা যায় প্রতারণা চক্রের শিকড় আফ্রিকায়। ভুয়ো আইপি অ্যাড্রেস ব্যবহার করে প্রতারণা করা হয়। তার জেরে লোকেশন খুঁজে পেতে প্রায় মাসখানেক ধরে উন্নত প্রযুক্তির উপর নির্ভর করে খোঁজাখুঁজি চালাতে হয়েছে। শেষমেশ নাইজেরিয়া ও জিম্বাবোয়ের চার ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা। তারা আফ্রিকা থেকে অপরাধের চক্র চালাত।

প্রতি তিনমাস অন্তর কলকাতায় যাতায়াতও করত অভিযুক্তরা। বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে সেই তথ্য যাচাই করেন তদন্তকারীরা। তারপর চার মূল অভিযুক্ত সহ ১১ বিদেশিকে পাকড়াও করে লালবাজারের সাইবার বিভাগের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। জিজ্ঞাসাবাদের পর আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা। দেশের জরুরি কিছু তথ্য চুরির ছক কষেছিল ধৃতরা। ইনসপেক্টর সোমা ও তাঁর টিমের কারণে তা ভেস্তে যায়। ডেটা সিকিওরিটি কাউন্সিলের তরফে বিশেষ পুরস্কার নিতে ডাক পান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen