দমদম আর ‘অন্তিম’ স্টেশন নয়, ৭ মিনিট অন্তর চলবে মেট্রো

দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময়ও তাই

December 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আর কোন মেট্রো দমদম থেকে ছাড়বে না। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল কলকাতা মেট্রোর তরফে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই দক্ষিণনেশ্বর থেকে চালানো হবে ট্রেন।

তবে দু’টি প্রান্তিক স্টেশন (পড়ুন এপ্রান্ত থেকে অপ্রান্ত) থেকেই মেট্রো চলাচলের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। অর্থাৎ যা আগে মিলত ৬ মিনিট অন্তর তা এখন থেকে মিলবে ৭ মিনিট অন্তর।

দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময়ও তাই। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় বদলে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে, যা ৯টা ২৮ মিনিট ছিল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে।

এরই মধ্যে আবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কী না তা খতিয়ে দেখা হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে গত শনিবার এই রুটে প্রথম বার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen