অনিশ্চিত ISL! স্বপ্ন দেখাচ্ছে ঐতিহ্যশালী ডুরান্ড, কত বাড়ল পুরস্কার মূল্য?
এবারের ডুরান্ড শুরু হওয়ার আগে নজরকাড়া ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কার মূল্য বাড়িয়ে করা হয়েছে ৩ কোটি টাকা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২১: আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মরশুমের ডুরান্ড কাপ। এবারের আসর আরও বড়, আরও জমকালো। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati krirangan) প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) ও (South United) ইউনাইটেড। একই ভেন্যুতে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।
এবারের ডুরান্ড শুরু হওয়ার আগে নজরকাড়া ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কার মূল্য বাড়িয়ে করা হয়েছে ৩ কোটি টাকা। যেখানে গতবার চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি ২০ লক্ষ, এবার সেই অঙ্ক প্রায় তিনগুণ। রানার্স-আপ, সেমিফাইনালিস্ট ও কোয়ার্টার ফাইনালে পৌঁছনো দলগুলোর জন্যও বাড়ানো হয়েছে প্রাইজমানি।
সবচেয়ে বড় আকর্ষণ— সেরা গোলদাতা, সেরা ফুটবলার ও সেরা গোলরক্ষকের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রত্যেক বিভাগে বিজয়ীকে দেওয়া হবে একটি করে SUV গাড়ি।
বৃহস্পতিবার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ও ডুরান্ড আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্র এবং ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে। ডুরান্ডের চ্যাম্পিয়ন দল পায় মোট তিনটি ট্রফি— ডুরান্ড কাপ, শিমলা কাপ এবং প্রেসিডেন্টস কাপ। এর মধ্যে প্রেসিডেন্টস কাপ স্থায়ীভাবে চ্যাম্পিয়ন দলের কাছেই থেকে যায়।
এই মরশুমে মোট ২৪টি দল অংশ নিচ্ছে ডুরান্ড কাপে, যাদের ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। তবে আইএসএলের একাধিক দল এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। আইএসএল (ISL) থেকে অংশ নিচ্ছে মোট ৬টি দল— ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, মোহামেডান স্পোর্টিং, পঞ্জাব এফসি এবং গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি।
এবারের ডুরান্ডে অংশ নিচ্ছে একাধিক বিদেশি দলও। তাদের মধ্যে রয়েছে নেপালের ত্রিভুবন আর্মি এবং মালয়েশিয়ার সেনা দল। সেই সঙ্গে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বেশ কিছু নতুন দল, যেমন— ডায়মন্ড হারবার এফসি, সাউথ ইউনাইটেড, লাদাখ ওয়ান, নামধারী এফসি ইত্যাদি।
প্রতি বছর ডুরান্ড কাপে (Durand Cup) টিকিট বিতরণ নিয়ে সমস্যা দেখা দেয়, যার জেরে সমস্যায় পড়ে ক্লাবগুলো। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার ক্লাবগুলিকে সমর্থকদের জন্য পাঁচ হাজার করে টিকিট দেওয়া হবে। সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস চ্যানেলে।