৫ সেপ্টেম্বর চালু হচ্ছে পুজোর অনুমতি সংক্রান্ত পোর্টাল ‘আসান’

শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম কমিশনার (ট্রাফিক) পান্ডে সন্তোষ, সমস্ত ডিভিশনের ডিসি, ডিজি ট্রাফিক সহ অন্যান্য পুলিসকর্তারা

September 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে রাজ্য প্রশাসন

দরজায় কড়া নাড়ছে পুজো (Durga Pujo 2022)। তার আগেই পুজো অনুমতি সংক্রান্ত পোর্টাল ‘আসান’ চালু হচ্ছে। পুজোর অনুমতি চেয়ে সেখানেই আবেদন করতে পারবেন পুজো উদ্যোক্তারা। বিগত কয়েক বছর ধরে এই পোর্টালে অভ্যস্ত হয়েছেন উদ্যোক্তারা। তবু তাঁদের সুবিধার জন্য আবেদনের পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হবে।

পোর্টালটি চালু হবে ৫ সেপ্টেম্বর। একই পোর্টাল থেকে দমকল, পুলিস, পুরসভা, বিদ্যুৎ সংস্থার অনুমতি পাবেন উদ্যোক্তারা। লালাবাজার (LAL BAZAR) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর পুলিস কমিশনার ও লালবাজারের পুলিসকর্তারা কলকাতার পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুজোর ক’দিন ভোর পর্যন্ত সরকারি বাস চলবে। এদিকে, মহালয়ার আগেই শহরের সমস্ত ভাঙাচোরা রাস্তা মেরামত ও স্ট্রিট লাইট সারাতে বৈঠক হল লালবাজারে। শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম কমিশনার (ট্রাফিক) পান্ডে সন্তোষ, সমস্ত ডিভিশনের ডিসি, ডিজি ট্রাফিক সহ অন্যান্য পুলিসকর্তারা। এছাড়াও লালবাজারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্তদপ্তর, কলকাতা পুরসভা, রেল বিকাশ নিগম লিমিটেড ও বন্দরের কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen