অন্যরকম দুর্গা পুজো: কলকাতার বুকে মা অর্ধনারীশ্বর
এখানে হর-গৌরী বা অর্ধনারীশ্বর রূপে দুর্গার আরাধনা হয়। রঞ্জিতাই এই পুজোর আল্পনা দেওয়া থেকে প্রতিমা সজ্জা, পুজোর জোগাড়, ভোগ রান্না সবকিছুই করেন।

এই দুর্গাপুজোয় (Durga Puja 2022) মা হলেন অর্ধনারীশ্বর। হ্যাঁ, কলকাতা বুকে বাকি আর পাঁচটা দুর্গাপুজোর চেয়ে খানিক আলাদা এই পুজো। আলাদা নিয়মকানুনও। রূপান্তরকামী (Transgender) রঞ্জিতা সিনহা গত পাঁচ বছর ধরে এই পুজোর আয়োজন করছেন। রূপান্তরকামীরাই দক্ষিণ কলকাতার (Kolkata) মুকুন্দুপুরের কাছে গরিমা গৃহে এই দুর্গাপুজোর উদ্যোক্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিজেদের মত করেই পালন করেন তাঁরা।

বন্দিত মূর্তির একদিকে রয়েছেন শিব অন্যদিকে পার্বতী । এখানে হর-গৌরী বা অর্ধনারীশ্বর রূপে দুর্গার আরাধনা হয়। রঞ্জিতাই এই পুজোর আল্পনা দেওয়া থেকে প্রতিমা সজ্জা, পুজোর জোগাড়, ভোগ রান্না সবকিছুই করেন।
প্রসঙ্গত, চার দিন নয়, এখানে ন’দিন ধরে পুজো হয়। পথশিশু থেকে শুরু করে অ্যাসিড আক্রান্ত, সকলে আনন্দ করেন এই পুজোয়। এখানে কুমারী পুজো অনুষ্ঠিত হয় পথশিশুদের নিয়ে।