গাছের বাকলের প্রতিমা দেখবেন? চলে যেতে হবে লালমাটির দেশ পুরুলিয়ায়
পুরুলিয়ার তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটির অন্যতম বৈশিষ্ট্য পরিবেশবান্ধব মণ্ডপসজ্জা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুলিয়ার তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটি গাছের বাকল দিয়ে প্রতিমা গড়ছে। হীরকজয়ন্তী বর্ষে প্রতিমা ও মণ্ডপসজ্জায় দর্শনার্থীদের তাক লাগিয়ে দিতে চাইছে পুরুলিয়া এই পুজো উদ্যোক্তারা। শহরের অন্যতম সেরা পুজো এদেরই।
পুরুলিয়ার তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটির অন্যতম বৈশিষ্ট্য পরিবেশবান্ধব মণ্ডপসজ্জা। এবারও প্রতিমা ও মণ্ডপে প্লাস্টিকের ব্যবহার হবে না। ফি বছর নতুন নতুন জিনিস দিয়ে প্রতিমা ও মণ্ডপ নির্মাণ করে চমক দিচ্ছে এই পুজো কমিটি। কোনও সময় চাল, ডাল, আবার কখনও ঝিনুক, কখনও নিত্যব্যবহার্য নানা সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়েছে তারা।
প্রতি বছর গরম বাড়ছে। উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে, তাতে সবাই উদ্বিগ্ন। গাছ লাগানো এখন খুব জরুরি হয়ে পড়েছে। তাই ‘একটি গাছ, একটি প্রাণ’ থিমকে সামনে রেখে প্রতিমা ও মণ্ডপ তৈরি করা হচ্ছে এবার। শিল্পী নিমাই কুমার। গাছের বাকল সহ নানা অংশ দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমাও গাছের আদলেই তৈরি হচ্ছে। মণ্ডপসজ্জার মধ্যে দিয়েও গাছ লাগানোর বার্তা দেওয়া হবে।