মায়ানমার থেকে ফ্রান্স, গঙ্গারপাড়ে জমজমাট থিমের লড়াই চুঁচুড়ায়

বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে ফেরিওয়ালাদের। হারিয়ে যাওয়া ফেরিওয়ালাদের মণ্ডপে ফিরিয়ে এনেছেন বলেই জানাচ্ছেন উদ্যোগক্তারা।

October 19, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: থিমের টক্করে পিছিয়ে নেই জেলাও। এবার চুঁচুড়াজুড়ে জমজমাট থিমের লড়াই। বাঁকুড়ার রাজবাড়ি থেকে ফ্রান্সের আইডিয়াল প্যালেস, হরেক রকম থিমে সেজে উঠেছে চুঁচুড়ার বিভিন্ন পুজো মণ্ডপ।

আজাদ হিন্দ ক্লাবের ৭৩ বছরের থিম স্বপ্নের ফেরিওয়ালা। ফেরিওয়ালাদের হাঁক বা ঝুমঝুমির আওয়াজ পেলে বেরিয়ে আসত কচিকাঁচারা, কয়েক দশক আগেও এ দৃশ্য দেখা যেত। সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে ফেরিওয়ালারা। তাঁদেরকেই ফিরিয়ে এনেছে আজাদ হিন্দ ক্লাব। ফেরিওয়ালাদের মূর্তির পাশাপাশি, ফেরির নানান সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। মা দুর্গা এখানে গ্রাম্য বধূর রূপে। সাতজন ফেরিওয়ালাকেও আনা হবে মণ্ডপে, তাঁরা পুজোর দিনগুলিতে মণ্ডপ চত্বরে ফেরি করবেন বেলুন, ঘটিগরম, হাওয়া মিঠাইয়ের মতো সামগ্রী। বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে ফেরিওয়ালাদের। হারিয়ে যাওয়া ফেরিওয়ালাদের মণ্ডপে ফিরিয়ে এনেছেন বলেই জানাচ্ছেন উদ্যোগক্তারা।

পঞ্চাননতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো ৩০ বছরে পা দিয়েছে। ফ্রান্সের বিখ্যাত আইডিয়াল প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। আলোয় এমনভাবে সাজানো হয়েছে, মণ্ডপে ঢুকলে এক লহমায় মনে হবে সত্যিকারের ‘আইডিয়াল প্যালেস’। পুজো উদ্যোগক্তাদের কথায়, ফ্রান্সের একটি প্রত্যন্ত গ্রামের ডাকপিওন ছিলেন ফার্দিনান্দ শ্যেভাল। তিনি চিঠি বিলি করতেন। পিওনের কাজ করতে করতেই ৩৩ বছর ধরে তিনি নিজের হাতে একটি প্যালেস নির্মাণ করেছিলেন। তাঁর হাতে গড়া প্যালেস এখন বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ।

কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীনের ৬৭ বছরের থিম একালে সেকাল। বীরভূমের তালডহরা গ্রামের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে দোতলা রাজাবাড়ি। বড় ঠাকুর দালান, তাতে গ্যাসের বাতি, মায়ের এখানে সাবেকি সাজ সব মিলিয়ে রাজকীয় পরিবেশ। উদ্যোগক্তারা বলছেন,
ধ্বংসের মুখে বিভিন্ন রাজবাড়ি। ওইসব রাজবাড়ির সামনে দাঁড়ালে আজও মনের মধ্যে সম্ভ্রম তৈরি করে। রাজবাড়ির সেই রাজকীয় মেজাজ মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি।

আকনবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৭৫ বছরে, তারাও পুরনো রাজবাড়ির আদলে মণ্ডপ গড়েছে। প্রতিমা এখানে একেবারে সাবেকি। কেওটা উজ্জ্বল সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসবের ৬৫ তম বর্ষের থিম ত্রিলোচন। মণ্ডপে বিশালাকার শিবমূর্তি, শিবলিঙ্গ, নন্দীর উপস্থিতি চোখে পড়ার মতো। মহাদেবের ত্রিশূল ও কল্কের মাধ্যমে সেজে উঠেছে মণ্ডপ। ৮১ বছরে চাঁপাতলা সর্বজনীনের থিম শান্তি। মায়ানমারের প্যাগোডার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen