আজ থেকেই পুজো উদ্বোধন শুরু মমতার, কয়েকটি সারবেন ভার্চুয়ালি
আগামী সপ্তাহ থেকে প্রতিবারের মোট প্রত্যেকদিনই একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। থাকবে জেলার বেশকিছু পুজোও।

মহালয়ার দুদিন বাকি, কিন্তু গত ১ সেপ্টেম্বর ইউনেস্কোর দুর্গাপুজোর স্বীকৃতিকে সম্মান জানানোর অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই শুরু উৎসব। তার রেশ টেনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী আজ কলকাতার বেশকিছু পুজোর উদ্বোধন করবেন যার মধ্যে রয়েছে সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি ও উত্তর কলকাতার টালা প্রত্যয়-সহ একাধিক পুজো।
আগামী সপ্তাহ থেকে প্রতিবারের মোট প্রত্যেকদিনই একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। থাকবে জেলার বেশকিছু পুজোও। সূত্রের খবর, সেই পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দক্ষিণ কলকাতার কয়েকটি পুজোর উদ্বোধনও ভার্চুয়ালি করা সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। সম্প্রতি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে দুর্গা পুজো। এই উপলক্ষ্যে ইউনেস্কোর এই স্বীকৃতিকে সম্মান জানিয়ে জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত বিশাল শোভাযাত্রা করা হয়েছে গত ১ সেপ্টেম্বর ।