বিজেপি নেতার পুজোয় রাজ্য সরকারের প্রকল্প

পূর্ব মেদিনীপুরের এগরার ‘’ফ্রেন্ডন্স ইউনাইটেড ক্লাবে’’র পুজোর থিমে এবার এভাবেই উঠে এসেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প।

October 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দশভুজা মা দুর্গা এক হাতে বিলি করছেন “খাদ্য সাথী” প্রকল্পের চাল তো অন্য হাতে দিচ্ছেন ‘’লক্ষ্মীর ভান্ডার’’ প্রকল্পের টাকা। গণেশ আবার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন ‘’কৃষক বন্ধু’’ প্রকল্পের চেক। বিদ্যাদেবী সরস্বতী সর্বশিক্ষা মিশনে ছাত্রছাত্রীদের বই ও খাতা দিচ্ছেন। করোনা মহামারি প্রতিরোধে প্রতিষেধক দিচ্ছেন কার্তিক। এমনই অভিনব থিমের প্রতিমা তৈরি হয়েছে এক বিজেপি নেতার পুজোয়।

পূর্ব মেদিনীপুরের এগরার ‘’ফ্রেন্ডন্স ইউনাইটেড ক্লাবে’’র পুজোর থিমে এবার এভাবেই উঠে এসেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। ক্লাবের সম্পাদক জয়ন্ত সাহু। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর পুজোয় এমন থিম দেখে রাজনৈতিক মহলে জোর চর্চা, তবে কি ফের পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে নেওয়ার চেষ্টায় রয়েছেন জয়ন্ত সাহু!

অধুনা বিজেপি নেতার যুক্তি, ‘‘আমরা সবাই এই রাজ্যের মানুষ। সংবিধান অনুয়ায়ী রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার অধিকার সকলের রয়েছে। সেই ধারণা থেকে প্রতিমা সজ্জায় সরকারি প্রকল্পের অনুকরণ করা হয়েছে। এখানে কোনও রাজনৈতিক জল্পনা বা বিতর্ক নেই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen