কলকাতায় আবাসন শিল্পের জন্য ই-নিলামে আলিপুর, মাঠপুকুরের জমি

August 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার ই-নিলামে উঠছে শহরের বিভিন্ন এলাকার জমি। হিডকোর আওতায় কলকাতার বুকে আবাসন প্রকল্পের জন্য এই কাজ শুরু করেছে রাজ্য সরকার। আলিপুর গ্রিন সিটি প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৫.৬ একর আয়তনের একটি জমি নিলাম করা হয়েছে। নিলাম হওয়া সেই জমির জন্য মুম্বইয়ের একটি সংস্থা সবচেয়ে বেশি দাম দিয়েছে।

জানা গেছে, আলিপুর সংশোধনাগারের জমি সহ ওই এলাকার মোট ছ’টি প্লটে আরও ১১ একর জমি নিলামে উঠবে। সেই জমি ব্যবহার করা হবে বসবাস ও বাণিজ্যিক কাজে ।

হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন জানিয়েছেন আলিপুরের পাশাপাশি শহরের আরও চারটি জায়গায় জমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাংরা-মাঠপুকুর এলাকার ১৫.৫ একর, বি এল সাহা রোডে ৭.৪৪ একর, নোনাডাঙার দু’টি জায়গায় যথাক্রমে ২৮ একর এবং ৫ একর জমি রয়েছে। এদিকে আবাসন শিল্পে রাজ্য সরকার সার্কেল রেটে ১০ শতাংশ এবং স্ট্যাম্প ডিউটিতে দু’শতাংশ ছাড়ের সুযোগ দিয়েছে, তার সুফল মিলছে। পুরসভাও নানা সুবিধা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen