এক ডজন ম্যাচ খেলার পর আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল
গত বছর থেকে ধরলে ১৫ ম্যাচ পর জয়ের স্বাদ পেল লাল-হলুদ ব্রিগেড।

নতুন কোচ মারিয়ো রিভেরার ছোঁয়ায় অবশেষে ভাগ্য ফিরল এসসি ইস্টবেঙ্গলের। এই বছর আইএসএলের প্রথম জয় পেল তারা। গত বছর থেকে ধরলে ১৫ ম্যাচ পর জয়ের স্বাদ পেল লাল-হলুদ ব্রিগেড। আর বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রথম জয় পেল এসসি ইস্টবেঙ্গল। এর আগে এই স্টেডিয়ামে ৭টি ম্যাচ খেলেও কখনও জিততে পারেনি তারা।
আইএসএলে নিজেদের দ্বাদশ ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। হেড কোচ হিসেবে মারিও রিভেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে লাল হলুদ পেল কাঙ্ক্ষিত জয়টি। এসসি ইস্টবেঙ্গল আজ ব্যাম্বোলিমে নিজেদের অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়াকে হারাল ২-১ গোলে। এসসি ইস্টবেঙ্গলের দুটি গোলই করেন নওরেম সিং।
৯ মিনিটের মাথায় নওরেমের গোলে এগিয়ে যায় লাল হলুদ। ৩৭ মিনিটে সমতা ফেরান আলবার্তো নগুয়েরা। ৪২ মিনিটে ফের এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নওরেম।
এদিকে, কালকের এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্স দল নামানোর পরিস্থিতিতে নেই। ওডিশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের স্থগিত থাকা ম্যাচটি হবে রবিবার রাত সাড়ে ৯টা থেকে।