মরসুমের প্রথম ট্রফি জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে, ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান, IndiGo-র উড়ান বাতিলে দুর্ভোগ, আজ নজরে থাকবে কোন কোন খবর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: আজ সুপার কাপের ফাইনাল। কলকাতা লিগ বাদ দিলে মরসুমের প্রথম ট্রফি জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। লাল-হলুদের সামনে গোয়া। খেলা গোয়ার মাঠে। ফলে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের সামনে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে।
হরিয়ানায় ‘India International Science Festival (IISF) 2025’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার। এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বছরে বিজ্ঞান উৎসবের থিম ‘বিজ্ঞান থেকে সমৃদ্ধি: আত্মনির্ভর ভারতের জন্য’ । বিজ্ঞানমূলক চিন্তাভাবনার সম্প্রসার ও দেশের বিজ্ঞান জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই এই অনুষ্ঠানের আয়োজন।
রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে। মূলত, এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভুয়ো ভোটার ধরতে নতুন কোনও পদক্ষেপ নেবে CEO অফিস? নজর থাকবে।
ইন্ডিগো সংস্থার একের পর এক বিমান বাতিল। শুক্রবারের পরে শনিবারও একই পরিস্থিতি দেশ জুড়ে। যাত্রীদের ভোগান্তি অব্যাহত। আজ কি পরিস্থিতির বদল হবে? সারাদিন নজর থাকবে এই পরিস্থিতির দিকে।
কলকাতার ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠান রয়েছে। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইমতো তৈরি হয়েছে ব্রিগেড। তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ। একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নজর থাকবে এই অনুষ্ঠানে।