ডুরান্ড কাপে ঝড় তুলতে প্রস্তুত ইস্টবেঙ্গল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসির

১৩৪ তম ডুরান্ড কাপ(Durand Cup) শুরু হতে চলেছে বুধবার, ২৩ জুলাই থেকে। ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনে(Yuva Bharati kriyangan) অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ।

July 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: ১৩৪ তম ডুরান্ড কাপ(Durand Cup) শুরু হতে চলেছে বুধবার, ২৩ জুলাই থেকে। ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনে(Yuva Bharati kriyangan) অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল(East Bengal) মুখোমুখি হবে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-র(South United FC) বিরুদ্ধে।

ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত মোট ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্বভাবতই, এবার ঘরের মাঠে মর্যাদার এই ট্রফি পুনরুদ্ধার করাই লক্ষ্য লাল-হলুদের। প্রস্তুতিও তেমনই জোরকদমে চলছে। ইতিমধ্যে দলের পাঁচ বিদেশি ফুটবলার শহরে এসে পৌঁছেছেন— দিমিত্রি দিয়ামান্তাকোস (ডিমি), মোহাম্মদ রশিদ, মিগুয়েল, কেভিন এবং সল ক্রেস্পো।

তবে সূত্র মারফত খবর, সোমবার সকাল পর্যন্ত মাত্র তিনজন বিদেশিকেই প্রথম ম্যাচের জন্য রেজিস্টার করা হয়েছে। তাঁরা হলেন: গ্রিসের তারকা স্ট্রাইকার ডিমি, স্পেনের মিডফিল্ডার সল ক্রেস্পো এবং নবাগত ফিলিস্তিনি মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। ফলে বাকি দু’জন— মিগুয়েল ও কেভিন— উদ্বোধনী ম্যাচে নাও খেলতে পারেন।

দলের আরেক নতুন সংযোজন জয় গুপ্তাকে ডুরান্ড স্কোয়াডে এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও ক্লাবের পক্ষ থেকেও তার বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি এখনও।

এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো মূলত ভারতীয় ফুটবলারদের উপরই ভরসা রাখছেন প্রথম ম্যাচের জন্য। আনোয়ার আলী, মার্তান্ড রায়না, এডমুন্ড, বিপিনের মতো ফুটবলাররা দলের মূল দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে।

বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড তুলনায় কম পরিচিত হলেও, প্রতিযোগিতার প্রথম ম্যাচে চমক দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে। তবে উদ্বোধনী ম্যাচে উত্তেজনার অভাব থাকবে না বলেই আশা করা যায়।

মরশুমের প্রথম ম্যাচে নেওয়ার আগে ইস্টবেঙ্গলের সমর্থকদের একটাই বার্তা— নতুন মরশুম, নতুন আশা, শুরুটা হোক জয় দিয়ে।
আগামীকাল বিকেল ৪.৩০ থেকে ম্যাচ শুরু হতে চলেছে। দেখা যাবে সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লিভ অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen