ডার্বি হারের পর আজ, রবিবাসরীয় সন্ধ্যায় গোয়ার মুখোমুখি ইস্টবেঙ্গল

আইএসএলে প্রথম ৬ ম্যাচে একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি মশালবাহিনী।

January 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল, ছবি: ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলে প্রথম ৬ ম্যাচে একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি মশালবাহিনী। পরের ৭ ম্যাচে তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ডার্বিতে হারের পর আজ, রবিবাসরীয় সন্ধ্যায় এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। আশঙ্কার বিষয়, গত ২ ম্যাচে টানা হেরেছে লাল-হলুদ।

এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড মোটেই আশাব্যাঞ্জক নয়। দুটো দল মুখোমুখি হয়েছে ৯ বার। হাফডজন ম্যাচে জয়লাভ করেছে গোয়া। দুটো ম্যাচ ড্র হয়েছে। ইস্টবেঙ্গল মাত্র একটাই ম্যাচ জিতেছে। লিগ টেবিলে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে গোয়া। এই ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে চাইবে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল ১১ নম্বরেই দাঁড়িয়ে রয়েছে। ১৫ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট পেয়েছে ব্রুজোঁর ছেলেরা।

ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বললেন, “লিগ টেবিলে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে থাকা দলের থেকে আমরা ১০ পয়েন্ট পিছনে দাঁড়িয়ে রয়েছি। যদি প্রথম ৬-য়ে আমাদের উঠতে হয়, তাহলে পরপর তিনটে ম্যাচ জিততেই হবে। আগে কখনও ইস্টবেঙ্গল এটা করতে পারেনি। তবে অসম্ভব একেবারেই নয়।” জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen