আজ সুপার কাপের সেমিতে নামছে লাল-হলুদ, কী ভাবছেন কুয়াদ্রাত?

কার্ড সমস্যার জেরে আজ বোরহাকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল।

January 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ডার্বি জিতে সুপার কাপের সেমিফাইনালে চলে গিয়েছে লাল-হলুদ, আজ ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে। গ্ৰুপ পর্যায়ের তিন তিনটি ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে কুয়াদ্রাতের ছেলেরা। আজ কলিঙ্গ স্টেডিয়ামে নক আউটের লড়াই। অতিরিক্ত সময় নয়, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে মরিয়া তিনি। কুয়াদ্রাত ফুটবলারদের বলেছেন, নির্ধারিত সময়েই জিততে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় সাজঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্প্যানিশ কোচ। তারপর অল্প বিস্তর অনুশীলন।
আইএসএলে শেষ চার ম্যাচে ক্লিনশিটে শেষ করেছে ক্লেইটনরা। কিন্তু সুপার কাপে মশালদের ডিফেন্স ভেঙেছে, তিন ম্যাচে চার গোল হজম করতে হয়েছে। তবে চার গোলের তিনটি পেনাল্টি থেকে। কুয়াদ্রাতের আবার রেফারিং নিয়ে ক্ষুব্ধ।

কার্ড সমস্যার জেরে আজ বোরহাকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল। বোরহার বদলে বিষ্ণুকে খেলানো হতে পারে। যদিও ডার্বির উইনিং কম্বিনেশনে বদলের সম্ভাবনা কম। খেলা শুরু, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়। সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen