ডুরান্ড ডার্বিতে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল অনেক বেশি চাপে থাকবে, কেন জানেন?

আগামী ১৮ অগস্ট ডুরান্ড ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই এবারের ডুরান্ড কাপের দু’টি করে ম্যাচ জিতেছে।

August 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৮ অগস্ট ডুরান্ড ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই এবারের ডুরান্ড কাপের দু’টি করে ম্যাচ জিতেছে। গোল পার্থক্যের বিচারে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাগান। দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। প্রতিযোগিতার পরবর্তী পর্বে যাওয়ার জন্য লাল হলুদ ব্রিগেডকে জিততে হবে যেনতেন প্রকারে।

ডার্বির আগে কলকাতার দুই দলই ফর্মে রয়েছে। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল বাগান। দুই ম্যাচে কোনও গোল হজম করেনি সবুজ মেরুন ব্রিগেড।

ইস্টবেঙ্গলও ভারতীয় বায়ুসেনা ও ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে জয়লাভ করেছে। দু’টি ম্যাচেই ৩-১ গোলে জিতে মাঠ ছেড়েছে লাল হলুদ ব্রিগেড। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলই একপেশে ম্যাচ খেলে জয়ের সরণিতে রয়েছে। বড় ম্যাচ থেকে পুরো পয়েন্ট নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন উভয় ক্লাবের ফুটবলাররা।

১৮ অগস্ট যে দল ম্যাচ জিতবে, সেই দল জায়গা করে নিতে পারবে ডুরান্ড কাপ ২০২৪-এর নক আউট পর্বে। মোহনবাগান যেহেতু গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে তাই ড্র করলেই পরের পর্বে চলে যেতে পারবে সবুজ মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গলকে কিন্তু অবশ্যই জিততে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen