কেরলের বিরুদ্ধে জ্বলে উঠল মশাল, ISL-এ জয়ে ফিরল ইস্ট বেঙ্গল
হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল।
January 24, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খোঁচা খাওয়া বাঘের মতো জয় ছিনিয়ে নিল ইস্ট বেঙ্গল। হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কেরালাকে ২-১ গোলে হারাল অস্কার ব্রুজোর ছেলেরা। বিষ্ণু ও হিজাজির গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে কেরালার হয়ে একটি গোল শোধ করেন দানিশ ফারুক। ৩ পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল।
২০ মিনিটে ক্লেটনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে একক দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে পড়েন বিষ্ণু। কেরালার গোলকিপারের উপর দিয়ে বল গোলে চলে যায়। চেষ্টা করেও গোল আটকাতে পারেননি কোরৌ সিং। ৭২ মিনিটে গোল করলেন হিজাজি। ৮৪ মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করলেন দানিশ ফারুক। আর বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যাচ জেতে ২-১ গোলে।