পূর্ব মেদিনীপুর বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন করবে, কাঁথিতে বললেন অভিষেক

অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর এখনকার মেদিনীপুরও বশ্যতা স্বীকার করতে পারে না, বলেন তিনি।

February 6, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর পরই আজকে অভিষেকের জনসভা।

অভিষেক বলেন এই মাঠে যা লোক হয়েছে তারা ভোট দিলেই তো মীরজাফর কোম্পানির জামানত জব্দ হবে। অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর এখনকার মেদিনীপুরও বশ্যতা স্বীকার করতে পারে না, বলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সারাংশঃ

  • বীরেন্দ্রনাথ শাসমলের মাটি অভিবক্ত মেদিনীপুর। এই মাটি বিশ্বাসঘাতকতা সহ্য করবে না।
  • যারা এই মাটিকে কালিমালিপ্ত করেছে তাদের মেদিনীপুর থেকে বিতাড়িত করতে হবে, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে
  • যাঁর নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, তাঁর পদলেহন করছে
  • শুধু অকৃতদার নন, অকৃতজ্ঞও, জোকারের মত মুখ, বড় বড় কথা
  • এমন আওয়াজ তুলুন যে পাঁচ কিমি দূরে শান্তিকুঞ্জ কেঁপে ওঠে।
  • এখন আমার সঙ্গে না লড়ে আমার বৌকে টার্গেট করেছে. বলছে, আমার বৌ ২ বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তোর সিআইএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমার বৌয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই
  • বাবাকে গিয়ে বল, কাঁথির শান্তিকুঞ্জ থেকে ৫ কিমির মধ্যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিচ্ছি। আগামী দুমাসে ৫০ বার মেদিনীপুরে আসব
  • সারদার আমানতকারীরা ওদের বাড়ি ঘেরাও করুন. এই দেখুন সুদীপ্ত সেনের চিঠি। এখানে লেখা, শুভেন্দু টুক সিক্স ক্রোড় রুপি।
  • ক্ষমতা থাকলে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াক। আমাকে ধমকে চমকে লাভ নেই। এটা নাকি অধিকারীদের গড়। কীসের গড়! এটা মানুষের জেলা। মানুষের গড় এটা। আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। পারেনি।
  • বলছে, রাজ্য ও কেন্দ্রে এক সরকার লাগবে। কেন, চুরি করতে সুবিধা হবে নাকি! ডাবল ইঞ্জিন সরকার চাই
  • বলছে, মোদীজির হাতে বাংলাকে তুলে দিতে হবে। বাংলা কি মোয়া নাকি!
  • ওরা বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি থেকেই স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী হয়েছে। একজন ৩৫টা পদ নিয়ে বসে ছিল। একজন তিনটে দফতরের মন্ত্রী, এতগুলো পারিষদ, কেন অন্যদের সুযোগ দেয়নি! এখন মনে হচ্ছে, গ্রাম বনাম শহরের লড়াই। মানুষকে বোকা বানানো এত সহজ নয়।
  • আসল কথা, অবজারবার মডেল তুলে দেওয়া হয়েছে তাই এতো গাত্রদাহ। মুর্শিদাবাদ, মেদিনীপুরে। জেলার নেতা জেলা চালাবে। তাই ওদের গায়ে জ্বালা। পূর্ব মেদিনীপুরে ১৬টা আসন, মালদহে ১২টা আসন। সব মিলিয়ে ৫০টা আসন। যেখানে ৩৫ টা আসন তৃণমূল পাবেই, জিতে ৩৫ টা বিধায়ক নিয়ে বিজেপির কাছে যেত মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। নিজেই স্বীকার করেছে ২০১৪ থেকে অমিত শাহ র সাথে যোগাযোগ রাখছিলো, তাই তো বিশ্বাস করা হয়নি, আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম
  • মেদিনীপুর থেকে ১৬টা আসনে জেতান। কথা দিচ্ছি, সরকার গড়ার ৩ মাসের মধ্যে রাজনৈতিকভাবে ওদের দেউলিয়া করে দেব। ক্ষমতা থাকলে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান
  • এবার ভোট দেবেন সরকার গঠন এর জন্য শুধু নয়, পূর্ব মেদিনীপুর বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন করবে
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen