মেসির সামনে অনুষ্ঠিত হবে ইস্ট-মোহন ডার্বি! বিজয়ী দল পাবে LM 10 – এর থেকে বিশেষ পুরষ্কার

October 10, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতের ফুটবলপ্রেমী শহর কলকাতা এখন থেকেই উত্তেজনায় ফুটছে কারণ ডিসেম্বরেই পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিও মেসি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ভারতে আসছেন এই ফুটবল জাদুকর। আগামী ১৩ ডিসেম্বর থেকে তিন দিনের ভারত সফরে থাকবেন তিনি। কলকাতার পর তিনি যাবেন আমেদাবাদ, মুম্বই ও দিল্লি—এই সফর শেষ হবে ১৫ ডিসেম্বর।

কলকাতা বহুদিন ধরেই পরিচিত ভারতের “ফুটবলের মক্কা” নামে। এখানে জন্ম নিয়েছে তিনটি ঐতিহ্যবাহী ক্লাব—মোহনবাগান(Mohun Bagan Super Giant), ইস্টবেঙ্গল(East Bengal FC) এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব(Mohammedan Sporting Club)। তাই কলকাতায় মেসির আগমন মানেই জমে উঠবে ফুটবলের উৎসব। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকবে কিংবদন্তি কলকাতা ডার্বি।

এই সফরে মেসিকে সম্মান জানিয়ে বিশেষ এক “Messi Tribute Kolkata Derby” আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজক শতদ্রু দত্ত। ১৩ ডিসেম্বর, সম্ভবত Salt Lake Stadium–এ মুখোমুখি হবে “Mohun Bagan Messi All Stars”বনাম “East Bengal Messi All Stars”। দুই দলে থাকবে দেশি-বিদেশি নামী ফুটবলাররা, আর খেলা হবে ১১ বনাম ১১ জনের নিয়মে। বিজয়ী দল ট্রফি গ্রহণ করবে স্বয়ং মেসির হাত থেকে।

শতদ্রু দত্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, “মেসিকে কলকাতা ডার্বির কথা বলেছিলাম। এটাই আমার ছোট্ট শ্রদ্ধা নিবেদন।” এছাড়াও ইউরোপের আদলে কলকাতায় মেসিকে ঘিরে একটি বিশেষ মুহুর্ত তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তবে এটাই নয় নভেম্বরেই প্রথমবার ভারতে আসছেন মেসি। ১৭ নভেম্বর Argentina national football team মুখোমুখি হবে Australia national football team–এর সঙ্গে Jawaharlal Nehru International Stadium, কালুর–এ। আর্জেন্টিনা দল ১৪ নভেম্বর পৌঁছবে কোচিতে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১৫ অক্টোবর থেকে।

এই সফরকে ঘিরে কেরালা ও কলকাতায় তৈরি হয়েছে এক উৎসবের আবহ। আয়োজকরা জানিয়েছেন, কেরালায় রোড শো ও ফ্যান মিটের আয়োজনের কথাও ভাবা হচ্ছে। টানা দুই মাসে মেসির পরপর দুটি সফর ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen