মাইক্রোওভেন পরিস্কার এখন জল ভাত 

এই মাইক্রোওভেন পরিস্কার করতে নাকানি চোবানি খান গৃহকত্রীরা। কিন্তু এখন আর কোন চিন্তা নেই।

June 26, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

প্রযুক্তি আমাদের জীবন যাপনকে অনেক সোজা করে দিয়েছে। একদিকে যেমন সহজ হয়েছে ঠিক সেরকমই রক্ষনা বেক্ষনের হ্যাপাও বেড়েছে অনেক। যেমন ধরুন খাবার গরম থেকে বাহারি রান্না, এযুগে মাইক্রো ওভেনের দৌলতে সবই জলের মতো সহজ। কিন্তু এই মাইক্রোওভেন পরিস্কার করতে নাকানি চোবানি খান গৃহকত্রীরা। কিন্তু এখন আর কোন চিন্তা নেই।

এই সহজ পদ্ধতিতে খুব সহজেই আবার নতুনের মতো হবে আপনার মাইক্রো ওভেন 

কি কি লাগবে 

ওভেন বেকিং সোডা ভিনেগার রাবার গ্লাভস নরম তোয়ালে স্প্রে বোতল

কি করবেন

ওভেন থেকে র‍্যাক খুলে রাখুন 

প্রথমে ওভেনের সুইচ বন্ধ করে নিন। তারপর ওভেন থেকে ওভেনের র‍্যাক, পিৎজা স্টোন খুলে বাইরে রাখুন। 

বেকিং সোডার পেষ্ট

একটি ছোট বাটিতে আধা কাপ বেকিং সোডার সাথে তিন টবিল চামচ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরী করে নিন। 

মাইক্রোওভেন পরিস্কার এখন জল ভাত

পেষ্টটি ওভেনে লাগান

এবার বেকিং সোডার পেষ্টটি খুব ভাল করে ওভেনে লাগান। পেষ্ট লাগানোর সময় ভাল করে ঘষবেন। ভাল করে ঘষার পর দেখবেন বেকিং সোডার রং বাদামি হয়ে যাবে। এভাবে পরিষ্কার করলে ওভেনের ভিতরের দাগ, তেলতেলেভাব দূর হয়ে যাবে। ওভেনের ভিতর পরিষ্কার করার সময় হাতে গ্লাভস পরে নিতে পারেন। এতে আপনার হাত সুরক্ষিত থাকবে।

এই অবস্থায় রেখে দিন

ওভেনটি সারা রাত এভাবে রেখে দিন। সারা রাত সম্ভব না হলে কমপক্ষে ১২ ঘণ্টা ওভেনকে এভাবে রাখুন।

র‍্যাকগুলো পরিষ্কার করুন

ওভনের র‍্যাকগুলো ভাল করে ধুয়ে নিন। যাতে দাগ ও তেলতেলে ভাব একেবারে না থাকে।

পুরো ওভেনটি মুছে ফেলুন

১২ ঘন্টা পর একটি ভেজা তোয়ালে দিয়ে পুরো ওভেনটি মুছে ফেলুন। এভাবে মুছলে দেখবেন ওভেনের সব দাগ গায়েব হয়ে গেছে।

ভিনেগার স্প্রে 

এবার স্প্রে বোতলে ভিনেগার ভরে ওভেনের ভিতরে স্প্রে করুন। এতে শুকিয়ে যাওয়া বেকিং সোডা নরম হয়ে যাবে এবং কর্ণারগুলো পরিষ্কার করা যাবে ভালভাবে।

ভেজা কাপড় দিয়ে আবার ওভেন মছুন

আবার একটি ভেজা তোয়ালে দিয়ে পুরো ওভেনটি মুছে নিন। ওভেন একদম নতুনের মতো ঝকঝক করছে। সবশেষে ওভেনের র‍্যাক, পিৎজা স্টোন, সব জায়গা মত ঢুকিয়ে দিন। ব্যস হয়ে গেলে ওভেন পরিষ্কার করা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen