সুপ্রিম দরবারে ED, কারা যুক্ত হলেন মামলায়, কবে শুনানির সম্ভাবনা?

January 12, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: ঘটনা ঘটেছিল কলকাতায়, তা ঘিরে তোলপাড় গোটা রাজ্য। কলকাতা হাইকোর্টের পর মামলার জল গড়াল দেশের শীর্ষ আদালতে। ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি, মুখ্যমন্ত্রীর যাওয়া এবং ফাইল নিয়ে আসার মামলা এবার শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডিসি প্রিয়ব্রত রায় ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সংস্থা সিবিআইকেও মামলায় যুক্ত করা হয়েছে।

গত ৮ জানুয়ারি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জায়গা থেকেই কিছু ফাইল নিয়ে আসেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর দলের নথিপত্র রয়েছে। নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। ভোটের কৌশল ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন বলেও জানান। নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পরদিন মিছিলে নামে রাস্তায়। ‘বাঘিনী’ মমতাকে দেখে উজ্জীবিত বিরোধী শিবিরের অন্য নেতারা। বাংলার মানুষের বক্তব্য, পুরনো মমতাকে দেখছি।

কিন্তু ইডির সঙ্গে সংঘাতের জল গড়িয়েছে কোর্ট অবধি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিয়েছেন। তাঁকে সহায়তা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এর বিরোধিতা করে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। একটি ইডি করেছে, অপরটি মামলাটি আলাদাভাবে দায়ের করেছেন ইডির তিন অফিসার। অভিযোগ, তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। দুটি মামলাই গৃহীত হয়েছে শীর্ষ আদালতে।
যদিও আগেই ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য। অন্যদিকে, ইডির দাবি আজই শুনানি হোক।

উল্লেখ্য, ইডি হানা নিয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে তিনটি মামলা দায়ের হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাগুলি রয়েছে। একটি মামলা হয়েছে ইডির তরফে, অন্য দুটি মামলা দায়ের করেছিল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার মামলাগুলির শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মামলা শোনেননি। আগামী ১৪ জানুয়ারি সেই মামলাগুলির শুনানি। তার আগে প্রত্যাশা মতো ইডি সুপ্রিম কোর্টে ছুটল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen