‘ইডি আসলে অমিত শাহের প্রাইভেট মাফিয়া’, পরিসংখ্যান তুলে ধরে বিস্ফোরক সাকেত

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে (ED) রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার X হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টে তৃণমূল সাংসদ তথা জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং ইডি-র কার্যপদ্ধতি নিয়ে তীব্র আক্রমণ শানান। অমিত শাহকে (Amit Shah) ‘প্রাক্তন তড়িপার’ বলে কটাক্ষ করে তিনি ইডি-কে শাহের ‘প্রাইভেট মাফিয়া’ হিসেবে অভিহিত করেছেন।

এদিন নিজের টুইটে সাকেত গোখলে ইডি-র তদন্ত ও সাজার হার নিয়ে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন। তিনি দাবি করেন- প্রথমত, ইডি-র দায়ের করা মামলার ৯৮ শতাংশই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। বাকি ২ শতাংশ মামলা তাদের বিরুদ্ধে, যারা ইতিমধ্যেই দল বদলে বিজেপির তথাকথিত ‘ওয়াশিং মেশিনে’ যোগ দিয়েছেন। দ্বিতীয়ত, গত ১১ বছরে ইডি মোট ৫,২৯৭টি মামলা দায়ের করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে মাত্র ৪৭টি মামলা বিচারের জন্য আদালতে উঠেছে। তৃতীয়ত, ইডি-র মামলায় সাজার হার বা কনভিকশন রেট (Conviction Rate) মাত্র ০.৭ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০০টি মামলার মধ্যে মাত্র ৭ জন দোষী সাব্যস্ত হয়েছে।

সাকেতের যুক্তি, প্রতি ১০০টি মামলার মধ্যে মাত্র ১টি আদালতে গড়ায় এবং ১০০০ জন অভিযুক্তের মধ্যে মাত্র ৭ জন দোষী প্রমাণিত হয়। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) রাজনৈতিকভাবে লড়াই করতে ভয় পান বলেই ইডি-কে ব্যবহার করে বিরোধীদের নিশানা করছেন।

তৃণমূল সাংসদ আরও একটি গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, “আজ ইডি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা, নির্বাচনী কৌশলের নথি এবং প্রচারের নোট চুরি করার চেষ্টা করেছে।” তাঁর মতে, বিজেপি এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা এখন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে চুরির কাজ করাচ্ছে।

তবে বিজেপির এই ‘কৌশল’ বাংলায় কাজে আসবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাকেত। তিনি স্পষ্ট জানান, লড়াইটা যখন একদিকে বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপি ও তাদের এজেন্সির, তখন জয় হবে বাংলারই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen