‘ন্যাস্টি হোম মিনিস্টার’ শাহকে নিশানা, প্রার্থী তালিকা চুরি করতেই ইডির অভিযান, তোপ মমতার

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৭: ভোটকুশলী সংস্থার কর্ণধারের বাড়িতে ইডি হানা, হাজির মমতা-সহ পুলিশ কর্তারা।ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাইডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বেলা ১২টা নাগাদ তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে পৌঁছন হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আইপ্যাকের দপ্তরেও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আইপ্যাকের কর্ণধার প্রতীকের বাড়ি থেকে ফাইল হাতে বেরিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে ‘মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীকের বাড়িতে অভিযান চলছিল। বেলা ১২টায় সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। কয়েক মিনিটের মধ্যে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে মমতা প্রশ্ন করেন, ‘‘বাড়িটা কোথায়?’’ গাড়ি থেকে নেমে চলে যান ওই বাড়িতে।

প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় একটি সবুজ ফাইল ছিল মমতার হাতে। বাইরে এসে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি। ওই জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’

১২টা ৪৪ মিনিটে সল্টলেকে আইপ্যাকের অফিসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা বারোতলায় উঠে যান মমতা। সেখানেই আইপ্যাকের অফিস। বেশ কিছু নথি বের করে নিয়ে আসা হয়, বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, সেগুলি দলের একান্ত গোপনীয় নথি। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূলের প্রার্থী তালিকা, দলীয় নথি হাতিয়ে নিতেই নাকি ইডি তল্লাশি চালানো হচ্ছে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাক-র দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen