আইপ্যাকে হানা নিয়ে ED-র বয়ান লেখা হয় BJP দপ্তরে! সময়ের ‘অঙ্ক’ কষে বিস্ফোরক দাবি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: আইপ্যাকের (I-PAC) অফিসে ED-র হানা। এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের বিস্ফোরক দাবি, ইডির প্রেস বিজ্ঞপ্তি আসলে তৈরি হয়েছে বিজেপি (BJP) দপ্তরেই। নিজেদের দাবির সপক্ষে X-এ দুটি পোস্টের সময়ের ব্যবধানকে ‘প্রমাণ’ হিসেবে পেশ করেছে ঘাসফুল শিবির।
বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। এক্স হ্যান্ডেলে দেখা গিয়েছে, আইপ্যাকে হানা প্রসঙ্গে বিজেপি তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে দুপুর ২টো ৪৩ মিনিটে। সেই পোস্টে গেরুয়া শিবির ইডি-কে উদ্ধৃত করে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়। অথচ, আশ্চর্যের বিষয় হলো, খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের নিজস্ব X হ্যান্ডেলে সেই একই বিবৃতি পোস্ট করে দুপুর ৩টে ২০ মিনিটে। অর্থাৎ, ইডি সরকারিভাবে জানানোর প্রায় ৪০ মিনিট আগেই বিজেপি জেনে গিয়েছিল তদন্তকারী সংস্থার বয়ান কী হতে চলেছে।
এই সময়ের ফারাক তুলে ধরেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দুটি পোস্ট পাশাপাশি রেখে বঙ্গ বিজেপিকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, “বিজেপি লিখল প্রথম, ইডি তারপর পড়ল।” তৃণমূলের অভিযোগ, এতেই স্পষ্ট যে ইডির বিবৃতি বিজেপি দপ্তরে বসেই ড্রাফট করা হয়েছে।
বিজেপির করা ওই পোস্টে দাবি করা হয়, কয়লা পাচার মামলার সূত্র ধরে ইডি মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬টি এবং দিল্লির ৪টি জায়গা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কোনও রাজনৈতিক দলের অফিস এই তল্লাশির অন্তর্ভুক্ত নয়। এটি কোনও নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আর্থিক বেনিয়মের অভিযোগ সংক্রান্ত রুটিনমাফিক তল্লাশি এবং সমস্ত আইনি নিয়ম মেনেই তা করা হচ্ছে।
ভোটমুখী বাংলায় আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়িতে ইডির হানা নিয়ে আগে থেকেই সরব ছিল তৃণমূল। তাদের অভিযোগ, তল্লাশির নাম করে আদতে নির্বাচনী স্ট্র্যাটেজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করা হয়েছে। শাসকদলের দীর্ঘদিনের অভিযোগ, সিবিআই ও ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি দিল্লির অঙ্গুলিহেলনে কাজ করছে এবং বাংলার সরকারকে বদনাম করার চেষ্টা করছে।
ED statement? @BJP4Bengal already leaked the script. pic.twitter.com/XWYI1xIDv9
— All India Trinamool Congress (@AITCofficial) January 8, 2026