BJP শাসিত মধ্যপ্রদেশে ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’: LED TV আছে, বিদ্যুৎ নেই – ফিল্টার আছে, জল নেই!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১: বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের ‘সক্ষম অঙ্গনওয়াড়ি’ (saksham anganwadi) প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আধুনিক ও কার্যকর করে তোলা। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, এই প্রকল্পই এখন হাসির খোরাক হয়ে উঠেছে। কারণ, যেসব কেন্দ্রে ঝাঁ চকচকে এলইডি টিভি ও পানীয় জলের ফিল্টার পৌঁছে দেওয়া হয়েছে, সেখানেই নেই বিদ্যুৎ বা জলের সংযোগ!
উমারিয়া জেলার ৭৮৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে মাত্র ৩২২টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। অথচ ১১৬টি কেন্দ্রকে ‘যোগ্য’ বলে চিহ্নিত করে সেখানে পাঠানো হয়েছে এলইডি টিভি (LED TV) ও ফিল্টার। বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলিতে এই সরঞ্জাম কীভাবে ব্যবহার হবে, তা নিয়ে ধোঁয়াশা। এক অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi worker) বন্দনা সিংহ বলেন, “আমরা এলইডি পেয়েছি, কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ নেই। আপাতত, এটাকে দেওয়ালে সাজিয়ে রাখা হবে।”
বিদ্যুৎ সমস্যার পাশাপাশি জলসংকটও প্রকট। বহু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলের সংযোগই নেই, অথচ সেখানে পাঠানো হয়েছে পানীয় জলের ফিল্টার। এক কর্মীর প্রশ্ন, “জলই নেই, তো ফিল্টার দিয়ে কী করব?” ফলে ফিল্টারও এখন দেওয়ালের অলঙ্কার।
এই পরিস্থিতি প্রকাশ্যে আসতেই বিব্রত রাজ্য প্রশাসন। এই প্রকল্পে যেসব কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে, তাদের পরিকাঠামোগত ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। কেন বিদ্যুৎবিহীন ও জলবিহীন কেন্দ্রগুলিকে আধুনিকীকরণের জন্য নির্বাচিত করা হল? এতদিন ধরে কেন তাদের মৌলিক পরিষেবা নিশ্চিত করা হয়নি?
এই ঘটনা আবারও প্রমাণ করে, প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ফাঁক রয়ে গেছে। উন্নয়নের নামে সরঞ্জাম পাঠানো হলেও, পরিকাঠামো না থাকলে তা যে কার্যত অকার্যকর, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়িগুলিই তার জ্বলন্ত উদাহরণ।