El Clasico: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল বধ, ১৬তম ট্রফি ঘরে তুললো বার্সেলোনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করল বার্সেলোনা। ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়া—দুটি গুরুত্বপূর্ণ গোল করে ফাইনালে নিজের দলের শিরোপা নিশ্চিত করেন তিনি। এই জয়ের মাধ্যমে সুপার কাপ ইতিহাসে নিজেদের ১৬তম ট্রফি ঘরে তুলল কাতালান শিবির।
ম্যাচের শুরু থেকেই দুই দলই সমানতালে আক্রমণাত্মক লড়াই চালালেও ধীরে ধীরে সময় গড়াতে থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বার্সেলোনা। ৩৬ মিনিটে বক্সের ভেতরে ঢুকে নিখুঁত নিচু শটে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে বিরতির ঠিক আগে ম্যাচে নাটকীয় মোড় নেয়। সংযুক্তি সময়ের দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে দুর্দান্ত দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ ফিনিশে করে নিজের দলকে সমতায় ফেরানআরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।
কিন্তু ম্যাচের ফলাফল এইখানেই শেষ নয়। দুই মিনিট পরেই পেনাল্টি এরিয়ায় জায়গা পেয়ে অসাধারণ ফিনিশে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবার্ট লেভানডোস্কি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের কর্নার থেকে গোললাইন ক্লিয়ারেন্সের পর গনজালো গার্সিয়ার শট বার ছুঁয়ে জালে জড়ালে আবার ম্যাচে ফেরে রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও ৭৩ মিনিটে আবার আলোচনায় সেই আজেকের ম্যাচের মাসিহা সেই রাফিনিয়া। বক্সের ধারে নেওয়া তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। শেষদিকে ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের বার্সার রক্ষণভাগ রিয়ালের সব আক্রমণ রুখে দেয়। গোলরক্ষক জোয়ান গার্সিয়ার একাধিক দুর্দান্ত সেভ নিশ্চিত করে বার্সেলোনার ঐতিহাসিক জয়।