SIR শুনানির নোটিস পেতেই হৃদরোগে আক্রান্ত, কালিয়াগঞ্জে মৃত্যু প্রৌঢ়ের

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে আতঙ্কে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম লক্ষ্মীকান্ত রায় (৫০)। সোমবার দুপুরে স্থানীয় ধনকৈল্য হাটে আচমকা অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

পেশায় দিনমজুর লক্ষ্মীকান্তবাবুর বাড়ি কালিয়াগঞ্জের বোচাডাঙ্গায়। পরিবার সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list 2002) নাম না থাকায় শুনানির জন্য বিডিও অফিস (BDO Office) থেকে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। মৃতের ছেলে হীরুর রায়ের দাবি, এই নোটিস পাওয়ার পর থেকেই ভোটাধিকার হারানোর আশঙ্কায় বাবা চরম আতঙ্কে ছিলেন। ভয়ে খাওয়াদাওয়া ও কাজে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সোমবার হাটে গিয়ে তিনি হঠাৎ রাস্তায় পড়ে যান এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতৃত্ব এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে (Election Commission of India) দায়ী করেছেন। অন্যদিকে, বিজেপির (BJP) দাবি- মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু তৃণমূল (TMC) অহেতুক এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কালিয়াগঞ্জের (Kaliaganj) বিডিও জানিয়েছেন, এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের শুনানির প্রক্রিয়া চলছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen