শীতলকুচি কাণ্ডে মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষকে ব্যান করল কমিশন
এই সময়ের মধ্যে কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না দিলীপবাবু বলেও জানিয়ে দিয়েছে কমিশন।
April 15, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আগামী ২৪ ঘণ্টার জন্য ব্যান করল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না দিলীপবাবু বলেও জানিয়ে দিয়েছে কমিশন। আজ ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল ১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করার জন্যই এই নিষেধাজ্ঞা বলেই জানানো হয়েছে।


অন্যদিকে, শীতলকুচি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিস দিল নির্বাচন কমিশন। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।