রাজ্যের নতুন DGP হচ্ছেন বিবেক সহায়
March 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচন ২০২৪-এর মডেল কোড অফ কন্ডাক্ট চালুর পরই নির্বাচন কমিশন (Election Commission) পশ্চিমবঙ্গ পুলিশের DG রাজীব কুমারকে (Rajiv Kumar) সরানোর নির্দেশ দিল । এছাড়াও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদের। এছাড়া সরানোর নির্দেশ দেওয়া হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবদেরও। সূত্রের খবর, রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন বিবেক সহায় (Vivek Sahai)।

প্রসঙ্গত, ২০২৩-এর ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসাবে নিয়গ করা হয় রাজীব কুমারকে।