পাঁচ রাজ্যের ভোট ঘোষণা আজ
পশ্চিমবঙ্গ, কেরল, তামিল নাড়ু, অসম ও পুদুচেরির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে আজ।
February 26, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজই ভোটের(Election) দিন ক্ষণ ঘোষণা হতে পারে। বিকেলে এ নিয়ে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও, কেরল, তামিলনাড়ু, পুদুচ্চেরি এবং অসম বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও একই সঙ্গে ঘোষণা করা হবে বলে কমিশন(ECI) সূত্রে খবর।
কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। করোনা অতিমারির মধ্যে বিহার নির্বাচনের পর এত বড় ভোট দেশে হয়নি। বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বিহার-মডেলে ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে বাংলায়।
এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে জানা গিয়েছে, এপ্রিল থেকে মে মাসের মধ্যেই এই ৫ রাজ্যে নির্বাচন সম্পন্ন হবে।