খাবারের খোঁজে বাগডোগরা জঙ্গল ছেড়ে লোকালয়ে ‘ঢঙ্গীবাবা’

একটি বাড়ি ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায় হাতিটি। পালিয়ে প্রাণে বাঁচে একটি পরিবার। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

May 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে দাপিয়ে বেড়াল গজরাজ, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে দাপিয়ে বেড়াল গজরাজ ঢঙ্গীবাবা। শুক্রবার গভীররাতে, বাগডোগরা জঙ্গল ছেড়ে কেষ্টপুর এলাকায় চলে আসে ঢঙ্গীবাবা নামের একটি হাতি। একটি বাড়ি ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায় হাতিটি। পালিয়ে প্রাণে বাঁচে একটি পরিবার। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

গভীররাতে বাড়ি টিনের চাল ভাঙার শব্দ পান অনিসা নামের এক তরুণী। দরজা খুলতেই দেখেন, একটি হাতি তাদের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে। কোনওমতে ভাই-বোনকে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি।

অন্যদিকে, হাতিটি এশিয়ান হাইওয়ে পার হয়ে একটি চায়ের দোকানে হানা। দোকানের মালিক কৃষ্ণ বিশ্বাস জানান, দোকান করেই তাঁর দিনগুজরান চলে। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায়ই হাতির আনাগোনা লেগে থাকে। কখনও ফসল নষ্ট করে, কখনও বাড়ি ভাঙচুর করে। তাঁরা আতঙ্কে থাকেন। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে জঙ্গলে ফিরিয়েছেন। ক্ষতিগ্রস্থদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার পায়েল রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen