‘The bird is freed’ – টুইটার অধিগ্রহণ করে বার্তা ইলন মাস্কের
এছাড়াও তিনি টুইটারে একটি পোস্ট করেন যেখানে তাঁকে সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দপ্তরে ঢুকতে দেখা যাচ্ছে।

শেষপর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার সানফ্রান্সিসকোয় সামাজিক মাইক্রো ব্লগিং সাইট টুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক। অধিগ্রহণের পরই টুইটারের সিইও পরাগ আগরওয়াল এবং ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে শীর্ষ আধিকারিকদের ছাঁটাই করলেন মাস্ক।
বৃহস্পতিবার অধিগ্রহনের পরই মাস্ক জানান তিনি কেন টুইটার অধিগ্রহণ করছেন। নিজের বিবৃতি টুইট করে মাস্ক জানান মানবতার স্বার্থেই তাঁর এই পদক্ষেপ। মাস্ক তাঁর বিবৃতিতে জানিয়েছেন, কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। সমাজমাধ্যম , যা থেকে সমাজে ঘৃণা ও বিভাজন বাড়বে। বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, জানান মাস্ক।
এছাড়াও তিনি টুইটারে একটি পোস্ট করেন যেখানে তাঁকে সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দপ্তরে ঢুকতে দেখা যাচ্ছে।