ডুরান্ডের প্রথম ম্যাচেই নৌবাহিনীর কাছে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একটার পর একটা সুযোগ নষ্ট করেন সুমিত পাসি। গোল মিস করেন অ্যালেক্স লিমাও।

অজস্র সুযোগ নষ্টের মাশুল দিয়ে ডুরান্ড কাপের (durand cup) প্রথম ম্যাচে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy FT) সঙ্গে গোলশূন্য ড্র করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষকে পেয়েও জেতার অসংখ্য সুযোগ হাতছাড়া করল স্টিফেন কনস্ট্যানটাইনের নয়া লাল হলুদ ব্রিগেড।
পরিবর্তে গোলরক্ষক অসুস্থ্য, তাই ইস্টবেঙ্গল আজ একজন গোলকিপার, কমলজিতের ভরসায় খেলতে নামে। কিন্তু খেলোয়াড়দের বোঝাপড়া যে নিমিত্তমাত্র, তা ভীষণভাবে চোখে পড়ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একটার পর একটা সুযোগ নষ্ট করেন সুমিত পাসি। গোল মিস করেন অ্যালেক্স লিমাও।
আজ ড্র করে ইস্টবেঙ্গলের ঝুলিতে এল ১ পয়েন্ট। সামনেই ডার্বি। মোহনবাগান প্রথম ম্যাচে হেরে যে সর্বশক্তি নিয়ে ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপাবে, তা নিয়ে সন্দেহ নেই। তার আগে ইস্টবেঙ্গল কতটা গুছিয়ে নিতে পারবে, সেটাই প্রশ্ন।