লজ্জার মুহূর্ত ভারতীয় ফুটবলে, ইস্টবেঙ্গল–মোহনবাগানের নাম উচ্চারণ করতে গিয়ে হিমসিম খেলেন দেশের ক্রীড়ামন্ত্রী

January 7, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: যে ঘোষণাটি ভারতীয় ফুটবলে আসার বার্তা দেওয়ার কথা ছিল, সেটিই শেষ পর্যন্ত ডিজিটাল দুনিয়ায় বিদ্রুপের কেন্দ্রে পরিণত হয়েছে। আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) ২০২৫–২৬ মরসুম নিয়ে গুরুত্বপূর্ণ এক সাংবাদিক বৈঠকে ভারতের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের নাম ভুল উচ্চারণ করতেই শুরু হয় বিতর্ক।

৬ জানুয়ারি ২০২৬, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে যৌথভাবে মান্ডাভিয়া ঘোষণা করেন, দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইএসএল। ১৪টি ক্লাবের অংশগ্রহণে লিগ শুরুর ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভারতীয় ফুটবল মহল। মাসের পর মাস ধরে বাণিজ্যিক অংশীদারের অভাব ও আইনি জটিলতায় থমকে ছিল লিগ।

তবে লিগ ফেরার ঘোষণার চেয়েও বেশি আলোচনায় আসে মন্ত্রীর এক মুহূর্তের ভাষাগত হোঁচট। বক্তব্য রাখতে গিয়ে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে ‘মোহন বেগান’ ও ‘ইস্ট বেগান’ বলে উচ্চারণ করেন। সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই এক্স (টুইটার), রেডিটসহ নানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে বিষয়টি ছিল বেশ লজ্জার। মোহনবাগান ও ইস্টবেঙ্গল শুধুমাত্র আইএসএলের দল নয়, বরং শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠান—যাদের ইতিহাস ভারতের স্বাধীনতারও আগে শুরু। কলকাতার ফুটবল সংস্কৃতির মেরুদণ্ড এই দুই ক্লাব।

অনেক সমর্থকই প্রশ্ন তুলেছেন, দেশের শীর্ষ ক্রীড়া প্রশাসকের কাছে এমন ঐতিহাসিক নাম অপরিচিত কীভাবে হয়? অনেকের মতে, এটি নিছক ভুল নয়, বরং ফুটবলের প্রতি নীতিনির্ধারকদের দূরত্ব ও আবেগহীনতার প্রতিফলন।

যে সাংবাদিক বৈঠক থেকে আস্থা ফেরানোর কথা ছিল, সেখান থেকেই আবার প্রশ্নচিহ্ন উঠে এল—ভারতীয় ফুটবল কি সত্যিই যথাযথ ব্যক্তিদের হাতে রয়েছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen