তৃণমূলে বিশিষ্টদের যোগদান অব্যাহত
বিধানসভা ভোটের ঠিক আগেই দলে হেভিওয়েট ব্যক্তিত্বদের আগমনে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে বিশিষ্ট ব্যক্তিদের যোগদান অব্যাহত। আজ দলে যোগ দিলেন বিশিষ্ট চিকিৎসক এবং রাজনৈতিক নেতারা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৌশিক চাকি, ডাঃ রেজাউল করিম এর পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আনিনুল হক এবং সুন্দর পাসোয়ান।
কৌশিক চাকি নারায়াণ হেলথ কেয়ারের একজন ফিজিশিয়ান এবং হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা এবং রাজ্যের কোভিড প্রোটোকল কমিটির ভারপ্রাপ্ত ডাক্তার।
ডাঃ রেজাউল করিম রেডিওলজি বিভাগের রিটায়ার্ড প্রফেসর এবং ডব্লিউবিডিএফ -এর প্রতিষ্ঠাতা সভাপতি।

আনিনুল হক পূর্ব বর্ধমানের একজন বর্ষীয়ান নেতা। বাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। সুন্দর পাসোয়ান বিজেপির প্রাক্তন নেতা এবং বুদবুদ হিন্দি হাইস্কুলের শিক্ষক। কিছুদিন আগেই তিনি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিধানসভা ভোটের ঠিক আগেই দলে হেভিওয়েট ব্যক্তিত্বদের আগমনে আশাবাদী তৃণমূল কংগ্রেস।